বাংলাদেশ প্রেস ক্লাবের ২০২৫ সেশনে প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী সাংবাদিক ও লেখকদের নিয়ে একটি বৃহত্তম সংগঠন গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ প্রেস ক্লাবের ২০২৫ সেশনে প্রথম নির্বাহী কমিটির (EC) সভা অনুষ্ঠিত হয়েছে। এই সংগঠনের প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে: বাংলাভাষী সম্প্রদায়কে ব্রিটিশ মূলধারার সাথে আরও সম্পৃক্ত করা এবং প্রবাসে সফল ব্যক্তিত্বদের সাফল্যকে দেশবাসীর কাছে তুলে ধরা ।
বাংলাদেশ প্রেস ক্লাব, যুক্তরাজ্যে অবস্থানরত সকল সংগঠনের সাথে একাত্ম হয়ে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও প্রভাববিস্তারকারী কমিউনিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাবে, যেন বাংলাদেশীরা সম্প্রদায় ব্রিটিশ মূলধারায় আরও সুপ্রতিষ্ঠিত হতে পারে।
এছাড়া , সংগঠনটি বাংলাদেশ সরকারের সাথে কাজ করে প্রবাসীদের সকল ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিলেতে বিভিন্ন কমিউনিটি সংগঠনের কার্যক্রমের সংবাদ গুলোকে প্রচারের মাধ্যমে গঠনমূলক ভূমিকা রাখবে। সেই সাথে বিলেতে পড়তে আসা সাংবাদিকদের জন্য সকল প্রকার সহযোগীতা করার চেষ্টা করা হবে ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী সহ নির্বাহী কমিটির মেম্বার বৃন্দ । ।
Scroll to Top