ছামিয়া আক্তার সুরভী,
জন্ম সিলেট জেলায়। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি ছাত্রাবস্থায়ই ২০২১ সালের ২২ নভেম্বর দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকায় সিলেট সদর উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার যাত্রা শুরু করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কিংস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হলে তার দায়িত্ব পরিবর্তিত হয়ে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে তিনি উক্ত পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন সংগঠন ও মিডিয়া কার্যক্রমে। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সদস্য হিসেবে যুক্ত হন।মিডিয়া অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে।
শুধু সাংবাদিকতায় নয়, মানবাধিকার নিয়েও কাজ করে যাচ্ছেন ,তিনি যুক্তরাজ্য সংগঠন ভয়েজ ফর হিউম্যান রাইটস (VHR)-এর মিডিয়া অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Samia Akter Shurovi was born in Sylhet district. Alongside her studies at Sylhet Metropolitan University, she began her journalism career as the Sylhet Sadar Upazila Correspondent for the Daily Sangram Protidin newspaper on 22 November 2021.Following her admission to Kingston University London, on 30 September 2022 for higher education, her role was elevated, and since 1 October 2024 she has been serving as the UK Correspondent of the newspaper.
Alongside journalism, she has remained actively engaged in organizational and media-related activities. On 20 February 2025, she became a member of the Bangladesh Press Club UK. She also brings experience as a presenter at media events.
Beyond her contributions to journalism, Ms. Samia Akter Shurovi is committed to human rights advocacy. She currently serves as the Media Affairs Secretary of Voice for Human Rights (VHR), a UK-based human rights organization.